যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে হামলার ঘটনায় এক সন্দেহভাজন শনাক্ত

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে হামলার ঘটনায় এক সন্দেহভাজন শনাক্ত

শেয়ার করুন

five-dead.2jpgবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্যাপিটাল গেজেট সংবাদপত্র ভবনে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ওয়ারেন রামোস।

যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম সিএনএনএন জানিয়েছে, সন্দেহভাজন রামোসের সঙ্গে সংবাদপত্রটির সংযোগ ছিল। ২০১২ সালে সে সংবাদপত্রটির বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলেছিল, কিন্তু মামলাটি খারিজ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আগেই বেশ কয়েকবার হামলার হুমকি দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের স্থানীয় সংবাদপত্র ক্যাপিটাল গেজেটকে। এমনকি বৃহস্পতিবার হামলার আগেও সংবাদপত্রটির কর্তৃপক্ষ কয়েকবার হুমকি পেয়েছে বলে জানিয়েছেন অ্যান অরুন্ডেল কাউন্টি পুলিশের ভারপ্রাপ্ত প্রধান উইলিয়াম ক্রাম্ফ।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডর ক্যাপিটাল গেজেট নামের একটি সংবাদপত্র ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।