যুক্তরাষ্ট্রে বন্যা মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা

যুক্তরাষ্ট্রে বন্যা মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা

শেয়ার করুন

Louisiana flooding

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে বন্য পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্মরণকালের বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ৫ জনের প্রাণহানি পর, রোববার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে, লুইজিয়ানায় ন্যাশনাল গার্ডের ১৭শ’ সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজ্যের পুলিশ জানিয়েছে, পানিতে ডুবে থাকা ঘরবাড়ি থেকে দুর্গত মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উপদ্রুত এলাকা থেকে এ পর্যন্ত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

প্রাদেশিক আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লুইজিয়ানার পাশ্ববর্তী আলাবামা এবং মিসিসিপি প্রদেশেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বন্যায় কয়েকটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।