যুক্তরাষ্ট্রে থ্রি-ডি প্রিন্টারে বন্দুক তৈরিতে সাময়িক নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে থ্রি-ডি প্রিন্টারে বন্দুক তৈরিতে সাময়িক নিষেধাজ্ঞা

শেয়ার করুন

130916131209-3d-printed-gun-story-bodyবিশ্বসংবাদ ডেস্ক :

ভোক্তাদের জন্য থ্রি-ডি আগ্নেয়াস্ত্র তৈরির সফটওয়্যার ছাড়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। বন্দুকের পক্ষে প্রচারণা চালানো সংগঠন ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার এই থ্রি-ডি আগ্নেয়াস্ত্র ডাউনলোড করার সিদ্ধান্ত নেয়।

বৈধভাবে নকশাটি প্রকাশ করার জন্য প্রতিষ্ঠানটি গত জুন মাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছায়। তবে এরপরই যুক্তরাষ্ট্রের ৮টি অঙ্গরাজ্য ও ড্রিক্সিক্ট অব কলম্বিয়ার পক্ষ থেকে সরকারের কাছে এই সফটওয়্যারটির অবমুক্তকরণ বন্ধের করার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, এটি বন্দুক নিরাপত্তার জন্য হুমকি। এর কয়েক ঘণ্টা পরই ওই সফটওয়্যার চালুর ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন যু্ক্তরাষ্ট্রের জেলা জজ রবার্ট লাসনিক।

এআর-ফিফটিন রাইফেল তৈরির নকশাটি ডাউনলোড করে থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করলেই তা বন্দুকে রূপান্তরিত হবে। তবে এই নকশা খারাপ মানুষের হাত পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশটির আদালত। বিভিন্ন পাবলিক কলেজ ও উন্মুক্তভাবে থ্রিডি প্রিন্টার রয়েছে। তাই এর মাধ্যমে দেশটির অপূরণীয় ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের।