যুক্তরাষ্ট্রে চার্চে হামলাকারী রুফের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রে চার্চে হামলাকারী রুফের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

_93351403_hi037210909বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার চার্চে হামলাকারী ডায়লান রুফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার আমেরিকার একটি ফেডারেল আদালত সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন।

ডায়লানের বিরুদ্ধে হত্যা ও বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো অপরাধী বিদ্বেষমূলক অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি পেলেন। বুধবার আনুষ্ঠানিকভাবে পুরো ঘোষণা করবে আদালত।

এর আগে শেষবারের মতো ডায়লান রুফকে নিজের পক্ষে বলার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতকে জানান, তিনি এখনো মনে করেন সঠিক কাজটিই করেছেন। সাউথ ক্যারোলাইনার ইমানুয়েল চার্চে প্রার্থনারত অবস্থায় এলোপাথাড়ি গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেন রুফ। আহত হন অনেকে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে নিজের অবস্থানেই অনড় ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডায়লান রুফ।