যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

শেয়ার করুন

Corona_usa 2

 

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮ শতাধিক মৃত্যু মৃতের সংখ্যা ১০ হাজার ৩৩৫ জনে নিয়ে গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ।
যুক্তরাষ্ট্রে মৃতের প্রায় ৪ হাজার ৭৫৮ জনই নিউইয়র্ক রাজ্যের; তার মধ্যে নিউইয়র্ক শহরের ৩ হাজার ৪৮ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে ১ লাখ ২২ হাজারই নিউইয়র্ক রাজ্যের। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।
তিনি বলেছেন, ‘এ অবস্থা আশাব্যঞ্জক হলেও পরিস্থিতি নির্ভর করছে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজটি কত ভালোভাবে আমরা করতে পারি, তার ওপর।’
লুইজিয়ানায় করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। এদিন রাজ্যটিতে ৫১২ জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে এবং ১৪ হাজার ৮৬৭ জনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে।
পেনসিলভানিয়া রাজ্যের কর্মকর্তারা প্রায় ১৩ হাজার কোভিড-১৯ আক্রান্ত পাওয়ার কথা জানিয়েছেন। রাজ্যটির স্বাস্থ্য বিভাগের হিসাবে ১২ হাজার ৯৮০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
ফ্লোরিডায় সোমবার ১৩ হাজার ৩২৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সোমবার রাত নাগাদ বিশ্বে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২ হাজার দাঁড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৯ হাজার জন।