যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন: ট্রাম্প

শেয়ার করুন

usa-china-trade-war-donald-trump-25-percent-tariff-chinese-imports-997141বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে চীন হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। এসময় মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, বেইজিং চায় না, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল জয়লাভ করুক। কারণ চীনের অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের প্রশাসন। তবে এই অভিযোগের স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেন নি ডোনাল্ড ট্রাম্প।  যুক্তরাষ্ট্রে আগামী ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ট্রাম্পের অভিযোগের কোনো ভিত্তি নেই।