যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে আইওয়া এবং নর্থ ডাকোটাতে এক ঘন্টা বেশি সময় ভোট নেয়া হবে।

এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ১৪ কোটি ৬৩ লাখ। এর মধ্যে ৪ কোটির বেশি মানুষ আগাম ভোট দিয়ে দিয়েছেন। নিউইয়র্ক সিটিতে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন। সেখানেই আলাদা কেন্দ্রে ভোট দেবেন তারা।

এর আগে সোমবার মধ্যরাত পর্যন্ত বেশ কয়েকটা সভা করেছেন হিলারি ও ট্রাম্প। ফিলাডেলফিয়াতে বড় একটি সমাবেশে হিলারি বলেছেন, কঠিন পরীক্ষার মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। ক্রোধ বিভেদের পক্ষে নয়, সংহতি আর প্রত্যাশার পক্ষে ভোট দিয়ে আমেরিকার বিশালত্ব আবারও প্রমাণ করতে হবে।

অন্যদিকে জনগনের প্রতি ব্যালটের মাধ্যে ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। হিলারির পক্ষে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিচার বিভাগ জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫শ জন পর্যবেক্ষক থাকবেন।