যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

শেয়ার করুন

_103422549_049266778-1বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে সৃষ্ট বন্যায় অনেক প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

এর মুখপাত্র জেফ বিয়ার্ড জানান, ঝড়ের ফলে নিচু এলাকায় সর্বনাশা বন্যা দেখা দিতে পারে।  ঘূর্ণিঝড় ফ্লোরেন্স দুর্বল হয়ে ক্যাটাগরি টুতে পরিণত হলেও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি নিয়ে উপকূলের দিকে ছুটে চলেছে।

প্রবল বৃষ্টিপাত ক্যারোলিনা ও ভার্জিনিয়াতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে ১৩ ফুট পর্যন্ত। এতে নিচু এলাকায় প্লাবিত হয়ে অনেক মানুষের প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। আর এ কারণে বন্যা প্রবণ এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত বুধবার থেকেই দক্ষিণ ক্যালোরিনা, উত্তর ক্যালোরিনা ও ভার্জিনিয়া থেকে প্রায় ১৭ লাখ মানুষকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।