যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

শেয়ার করুন

21622fd0c80a471dbe04e9a6b9122ecc_9বিশ্বসংবাদ ডেস্ক :

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটির কয়েকটি বড় শহরে।

ম্যানহাটনের ফিফথ এভিনিউর ট্রাম্প টাওয়ারের সামনেও চলছে বিক্ষোভ। ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন এই শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করছেন বিক্ষোভকারীরা।aae1d6f2bf114166bc18f209bd660d6a_18কেবল নিউইয়র্কেই নয় বিক্ষোভের খবর আসছে আরও বিভিন্ন রাজ্য ও নগরী থেকে। বিক্ষোভ হচ্ছে টেক্সাসের অস্টিনে । সেখানে বিক্ষোভকারীরা হাইওয়ে আটকে বিক্ষোভ করেছে।

_92374610_140bff9b-6ba7-4560-af2c-c0a04d9173b8ওয়াশিংটনের আমেরিকা ইউনিভার্সিটিতে পতাকা পুড়িয়েছে শিক্ষার্থীরা,  হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা বর্জন করেছে ক্লাস পরীক্ষা। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে হাইস্কুল শিক্ষার্থীরা। বিক্ষোভ করেছে সিটি হলের বাইরে। আইওয়ার শত শত স্কুল ছাত্র ক্লাস ছেড়ে বিক্ষোভে সামিল হয়। 0398125e69e24acdab52f8c0ac1b20f3_18ফিনিক্সে দুই শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে স্টেট ক্যাপিটলের দিকে মিছিল করে। ক্যালিফোর্নিয়ার বেকারলি হিলে বুধবার সকালেই তাদের ক্লাস বর্জন করে।_92374612_gettyimages-622085722এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালির্ফোনিয়ায় স্বাধীনতার দাবি ওঠেছে। ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন নামে একটি গোষ্ঠী বুধবার থেকেই জোরেশোরে এ প্রচার শুরু করে দিয়েছে। ব্রেক্সিটের মতোই এর নামকরণ করা হয়েছে ক্লেক্সিট।