‘যতই পুন:গণনা হোক ফলের পরিবর্তন আসবে না’

‘যতই পুন:গণনা হোক ফলের পরিবর্তন আসবে না’

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়ায় হিলারি ক্লিনটনের সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে দুঃখজনক উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তাতে ফলাফলের কোনো পরিবর্তন আসবে না।

captureরোববার এক টুইটার বার্তায় একথা বলেন ট্রাম্প। ডেমোক্রেট শিবিরকে তিনি স্মরণ করিয়ে দেন, নির্বাচনে হারের পর হিলারি পরাজয় মেনে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে ডেমোক্রেটদের প্রতি আহবান জানিয়ে ট্রাম্প বলেন, আরো সময় এবং অর্থ খরচ করলেও ফলাফল পরিবর্তন হবে না। আরেকটি টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ৮ নভেম্বরে নির্বাচনে লক্ষ লক্ষ অবৈধ ভোট পড়েছে।

এগুলো বাদ দিলে তিনিই জনপ্রিয় ভোটে জিতেছেন বলে দাবি ট্রাম্পের। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেন নি ট্রাম্প। ভোটিং সিস্টেমে হ্যাক করে নির্বাচনে ভোট কারচুপি করায় উসনকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন করেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। এরইমধ্যে সেখানে ভোট পুনর্গণনা শুরু হয়েছে। মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যেও ভোট পুনর্গণনার আবেদন করবেন তিনি। আর তাঁর সঙ্গে যোগ দিয়েছে হিলারি শিবিরি।