মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

শেয়ার করুন

rahul-modi-20190410114151বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এসময় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা তাঁর পাশে ছিলেন।

এসময় রাহুল মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আসুন মুখোমুখি বসি। মাত্র ১০ মিনিট সময় দিন।’ চাকরি, অর্থনীতি, কৃষি নিয়ে রাহুল, মোদি’কে কয়েকটা প্রশ্ন করতে চান বলে জানান। রাহুল বলেন, বিতর্কের জন্য যে কোনও জায়গায় বসতেও রাজি আছেন বলে জানান কংগ্রেস সভাপতি। শুধু অনিল অম্বানীর বাড়িতে বসতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

সংবাদ সম্মেলনে রাহুল কট্টর জঙ্গি মাসুদ আজহার প্রশ্নেও নরেন্দ্র মোদী ও বিজেপির কড়া সমালোচনা করেন। রাহুল গান্ধী জোর দিয়ে বলেন, কংগ্রেস জঙ্গী মাসুদকে পাকিস্তানে পাঠায়নি? বাস্তবটা হল, বিজেপিই আপস করেছে সন্ত্রাসবাদের সঙ্গে। তারাই তাকে পাকিস্তানে পাঠিয়েছে।