মেরু অঞ্চল ও আটলান্টিকে তেল-গ্যাস উত্তোলনে ওবামার নিষেধাজ্ঞা

মেরু অঞ্চল ও আটলান্টিকে তেল-গ্যাস উত্তোলনে ওবামার নিষেধাজ্ঞা

শেয়ার করুন

_93056769_hi036970970বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর মেরুর আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের কয়েকটি অঞ্চলে তেল ও গ্যাস উত্তোলনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, মেরু অঞ্চল ও আটলান্টিকের মার্কিন নিয়ন্ত্রিত এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের জন্য খনন কাজে নিষেধাজ্ঞা দেন তিনি। শক্তিশালী, টেকসই এবং স্থিতিশীল মেরু অঞ্চলীয় অর্থনীতির জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় হোয়াইট হাউজ। বন্যপ্রাণী সংরক্ষণ এবং অপরিশোধিত তেলের জন্য আঞ্চলিক ভঙ্গুরতার ফলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করাটা সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কানাডাও ওয়াশিংটনের সঙ্গে যৌথ ঘোষণায় উত্তর মেরুতে তেল ও গ্যাস উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে। কানাডা বলেছে, তারা এই সিদ্ধান্ত প্রতি ৫ বছর অন্তর পর্যবেক্ষণ করবে। কিন্তু হোয়াইট হাউজ জানায়, ওবামার ঘোষণাটি স্থায়ী। মার্কিন প্রেসিডেন্ট ১৯৫৩ সালের একটি আইন অনুযায়ী ওই নিষেধাজ্ঞা জারির ক্ষমতা রাখেন।