মেক্সিকো সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

মেক্সিকো সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

শেয়ার করুন

_104092856_hi050277112বিশ্বসংবাদ ডেস্ক :

অভিবাসী প্রত্যাশীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে ৫ হাজার ২০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে বেশ কিছু দিন ধরেই সেনা মোতায়েনের কথা বলে আসিছেলন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অবশেষে তার ইচ্ছানুযায়ী সেনা পাঠানোর প্রস্তুতি নিতে হচ্ছে পেন্টাগনকে।  তবে শূরুতে মাত্র ৮০০ জন সেনা পাঠানোর কথা বলা হয়েছিলো। এদিকে এই নির্দেশ কার্যকর করতে সমন্বয় সাধন করতে হচ্ছে সব কিছূর সাথে। কারণ যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনীকে নিয়মিত ব্যবহার না করার বিষয়ে আইন রয়েছে।

এর আগে এ বছরের শুরুতে থেকে সীমান্তে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলো ট্রাম্প প্রশাসন। সেখানে অভিবাসী ও বাণিজ্যিক কাজে আসা বিদেশিদের প্রক্রিয়া দেখার জন্য দায়িত্বে ছিলেন ১৫ হাজার শুল্ক কর্মকর্তা।

মেক্সিকো সীমান্ত থেকে অভিবাসী প্রত্যাশীদের ঠেকাতে জিরো টলারেন্স নীতির কথা বলে আসছে ট্রাম্প প্রশাসন। অভিযান ও মামলার জেরে কারা ভোগ করছেন অনেক অভিবাসী প্রত্যাশী। আর তাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে আড়াই হাজার শিশু। এ নিয়ে নিজ ঘর ও দেশ বিদেশেও চরম সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।