মেক্সিকো উপকূলে আঘাত হানতে যাচ্ছে হ্যারিকেন নিউটন

মেক্সিকো উপকূলে আঘাত হানতে যাচ্ছে হ্যারিকেন নিউটন

শেয়ার করুন

_91036787_035115004

বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের লস কাবোস শহরের দিকে আঘাত হানতে যাচ্ছে হ্যারিকেন নিউটন।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে উপদ্বীপের দক্ষিণাঞ্চলে হারিকেনটি আঘাত হানতে পারে। এর প্রভাবে প্রশান্ত মহাসাগর তীরবর্তী বিভিন্ন রাজ্যে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হবে। এরইমধ্যে সেখানকার কর্তৃপক্ষ স্কুল ও বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।

গ্রিনিচ সময় রাত ১২টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের কাবো সান লুকাসের ১৬০ মাইল দূরে অবস্থান করছিল এবং বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ মাইল।
_91036791_035105839
বাজা ক্যালিফোর্নিয়া সরকার ১৬ হাজার মানুষের জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খুলেছে। বাজা ও প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অন্যান্য এলাকায় ছোট নৌকা চলাচলের বন্দর বন্ধ করে দিয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে লস কাবোসে হারিকেন ওদিলের আঘাতে ছয়জনের প্রাণহানি হয়েছিল। অনেক পর্যটক আটকা পড়েছিলেন এবং ১০০ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।