মেক্সিকোয় মিলল ১৩শ শতকের বৃষ্টি দেবতার মন্দির

মেক্সিকোয় মিলল ১৩শ শতকের বৃষ্টি দেবতার মন্দির

শেয়ার করুন

NINTCHDBPICT000419780750বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকোতে গত বছরের সেপ্টেম্বরে প্রলয়ঙ্করী ভূমিকম্পে যে ধ্বংস-যজ্ঞ ঘটে গেছে তার মধ্যেই একটি সুখবরের আভাস দিলেন প্রত্নতাত্ত্বিকেরা। ভূমিকম্পের পর হঠাৎ করেই সেখানে পাওয়া গেছে প্রাচীন এক মন্দিরের সন্ধান।

মেক্সিকো সিটি থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে একটি পিরামিডের ভেতর প্রাচীন এই মন্দিরটির সন্ধান মিলেছে। পুরনো এই পিরামিডের নাম টিওপানজোলকো। ১১৫০ সালের দিকে এটি নির্মিত হয়ে থাকতে পারে এবং এটি হয়তো টিলাহুইকা সংস্কৃতির নির্দেশক বলে ধারণা করা হচ্ছে।

মেক্সিকোর কেন্দ্রীয় অঞ্চলে একসময় প্রাচীন এজটেকদের বাস ছিল। প্রত্নতাত্ত্বিকেরা জানান, এই প্রাচীন মন্দিরটি দৈর্ঘ্য-প্রস্থে  ২০ ফিট বাই ১৩ ফিট। মন্দিরের অভ্যন্তরে ধূপ-ধোনা দেবার জন্য একটি জায়গা পাওয়া গেছে। তাছাড়া, মৃৎপাত্রের টুকরো বা ধ্বংসাবশেষ-ও পাওয়া গেছে।