মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন

মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন

শেয়ার করুন

_102277308_047846709
বিশ্বসংবাদ ডেস্ক :

আজ মেক্সিকোতে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৮ টা থেকে দেশটিতে একই সঙ্গে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ভোটার সংখ্যা ৮ কোটি ৮৮ লাখ।

নির্বাচনে দারিদ্র, দুর্নীতি এবং নিরাপত্তা এই ৩টি বিষয়কে প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট পদে লড়াইয়ে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছেন বামপন্থি প্রার্থী মেক্সিকো সিটির সাবেক মেয়র ম্যানুয়েল লোপেজ ওবরাদোর। লোপেজ তার নির্বাচনি প্রচারণায় দেশ থেকে দুর্নীতি দূর করার অঙ্গিকার করেন।

তবে বিগত দশকগুলোতে ক্ষমতায় থাকা ‘ইনস্টিটিউশনাল রেভ্যুলেশনারি পার্টির জোসে অ্যানতনিও মিয়াদে এবং ‘ন্যাশনাল অ্যাকশান পার্টি’র রিকার্ডো আনায়া ‘কে জরিপে এগিয়ে রয়েছেন ৬৪ বছর বয়েসি লোপেজ। এদিকে মেক্সিকোতে রোববারের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ১৩০ জনের বেশি প্রার্থী প্রাণ হারিয়েছেন।