মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা অ্যান্দ্রেস ম্যানুয়েল

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা অ্যান্দ্রেস ম্যানুয়েল

শেয়ার করুন

_102286858_mexican_presidential2-nc
বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির বামপন্থী নেতা অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ। রোববার মেক্সিকোতে প্রেসিডেনসিয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাড়ে আট কোটি ভোটার ভোট দেন। লোপেজ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সাবেক মেয়র ছিলেন। তিনি ৫৩ শতাংশ ভোট পেয়েছেন।

যা তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বির চেয়ে দ্বিগুণেরও বেশি। দ্বিতীয় প্রতিদ্বন্দ্বি হিসেবে মাত্র ২২ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন কনজারভেটিভ ন্যাশনাল অ্যাকশন পার্টির নেতা রিকার্ডো আনায়া।

অন্যদিকে এবারের নির্বাচনে ফেবারিট হিসেবে থেকেও ১৬ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইনস্টিউশনাল রিভল্যুশনারি পার্টির নেতা হোসে অ্যান্তনিও মায়েদে। ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নতুন প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।