মূখ্য মন্ত্রীর পদের পরিবর্তে জেলে জেতে হচ্ছে শশীকলাকে

মূখ্য মন্ত্রীর পদের পরিবর্তে জেলে জেতে হচ্ছে শশীকলাকে

শেয়ার করুন

sasikala-natarajan-04-1486198168বিশ্বসংবাদ ডেস্ক :

আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে যাচ্ছেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রধান সহযোগী শশীকলা নটরাজন।

এনডিটিভি জানায়, বুধবার সকালে চেন্নাইয়ে জয়ললিতার সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হন শশীকলা।

মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৪ বছরের কারাদণ্ড ও ১০ কোটি রুপি জরিমানার রায় দেন সুপ্রিম কোর্ট। এরপর তাঁর বিশ্বস্ত বিধায়কদের সঙ্গে বৈঠকে কান্নায় ভেঙে পড়েন। রায়ের ফলে, শশীকলার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন, দু:স্বপ্নে পরিণত।

১৯৯০ সালে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে অবৈধভাবে ৬০ কোটি রুপির সম্পদ কেনার অভিযোগ আনা হয়েছে শশীকলার বিরুদ্ধে। জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়া পান্নিরসেলভাম দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করে শশীকলার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম করেন।

তবে ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী হওয়ার আগেই দলের অর্ধশতাধিক নেতাকে বরখাস্ত করেন শশীকলা। আদালতের রায়ের পর এখন, গভর্নর বিদ্যাসাগরই পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন।