মুম্বাইয়ে জাকির নায়েকের এনজিও’র ১০ শাখায় অভিযান

মুম্বাইয়ে জাকির নায়েকের এনজিও’র ১০ শাখায় অভিযান

শেয়ার করুন

irf_3086654gবিশ্বসংবাদ ডেস্ক :

জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-আইআরএফ এর কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা – এনআইএ’।

এনডিটিভি জানিয়েছে, শনিবার মুম্বাইয়ে আইআরএফ এর ১০টি শাখায় এনআইএ অভিযান চালায়। এর আগে শুক্রবার রাতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা নিবন্ধন করা হয়।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের হামলায় জড়িতদের দু’জন সামাজিক যোগাযোগের মাধ্যমে, জাকির নায়েকের বক্তব্য নিয়মিত অনুসরণ করতেন বলতে খবর প্রকাশিত হয়। তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণের আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমানোর খবরও আসে গণমাধ্যমে। এরপর জুলাই মাসেই জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। আগস্টে তার গবেষণা প্রতিষ্ঠান আইআরএফ এর বিরুদ্ধে ‘ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগ আনে সরকার। এরপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে ক’দিন আগে নিষিদ্ধ ঘোষণা করা হয় জাকিরের এনজিও ইসলামিক রিসার্চ সেন্টারকে।