মুম্বাইয়ে চার তলাবিশিষ্ট আবাসিক ভবন ধসে নিহত ১৭

মুম্বাইয়ে চার তলাবিশিষ্ট আবাসিক ভবন ধসে নিহত ১৭

শেয়ার করুন

Ghatkopar-collapse_380_Sanjay-Sawant1বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের মুম্বাইয়ে একটি চার তলাবিশিষ্ট আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এ ঘটনায় একজন শিবসেনা কর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ জানায়, প্রায় ৪০ বছরের পুরানো ওই ভবনটির নিচতলায় অবস্থিত একটি নার্সিংহোম সংস্কারের সময় ভবনটি ধসে পড়ে। ওই নার্সিংহোমটির মালিক শিবসেনা কর্মী সুনীল সিতাপের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালটি গত দুমাস বন্ধ ছিল। হাসপাতালের জায়গায় একটি রেস্ট হাউজ তৈরীর পরিকল্পনা করেছিলেন সুনীল।

মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ তদন্তের নির্দেশ দেন। ভবনটিতে ১২টি পরিবাস বাস করতো। ব্যাপক বৃষ্টিপাতের মধ্যেও উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।