মুগাবেকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান

মুগাবেকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান

শেয়ার করুন

d18e1b0891244d5f88aadfc5f944238e_18বিশ্বসংবাদ ডেস্ক

স্বেচ্ছায় পদত্যাগ করতে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীণ দল জানু-পিএফ। শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

গত বুধবার দেশটির সেনাবাহিনী মুগাবেকে গৃহবন্দি করে জিম্বাবুয়ের নিয়ন্ত্রন নেয়। তবে বৃহস্পতিবার প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেখা গেছে। এদিকে, এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, মানবাধিকার সমুন্নত রেখে জিম্বাবুয়েতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে পারে জনগণ। প্রয়োজনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন : কোনো অসাংবিধানিক সরকারকে মেনে নেবে না তার দেশ।  সেই চেষ্টা করলে আফ্রিকান ইউনিয়ন তা প্রতিহত করবে। সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন জ্যাকব জুমা।