মিয়ানমার সরকারের অধীনে পরিদর্শনে গিয়েও মানবিক বিপর্যয় দেখলেন কূটনীতিকরা

মিয়ানমার সরকারের অধীনে পরিদর্শনে গিয়েও মানবিক বিপর্যয় দেখলেন কূটনীতিকরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার সরকারের তত্ত্বাবধানে রাখাইন পরিদর্শনে গিয়েও মানবিক বিপর্যয় দেখলেন কূটনীতিকরা। সোমবার বিভিন্ন দেশের ২০ কূটনীতিক উত্তর রাখাইনে ধ্বংস যজ্ঞ চালানো কিছু এলাকা পরিদর্শন করেন।

মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের তত্ত্বাবধানেই এটি পরিচালিত হয়। তা সত্ত্বেও সেখানকার পোড়া গ্রামগুলো ওই কূটনীতিকদের চোখ এড়ায়নি। রাখাইন পরিদর্শন শেষে সেখানকার পরিস্থিতিকে মানবিক বিপর্যয়ের সামিল বলছেন ওই কূটনীতিকরা। এসময় মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ তদন্ত এবং সহিংসতা বন্ধ করে মানবিক সহায়তার প্রবেশ করতে দেয়ার অনুরোধ করেন তারা।

এছাড়া জাতিসংঘ তথ্যানুসন্ধানী মিশনকে রাখাইন পরিদর্শনের অনুমতি দেওয়াসহ কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ওই কূটনীতিকরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি- আরসা’র কর্মকাণ্ডকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে তা বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটর জানায়, সোমবারের ওই পরিদর্শনে বিদেশি দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সংস্থা, মন্ত্রিসভা এবং ইরাবতীসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ৬৬ জন সদস্য অংশ নেয়। এদিকে অস্ট্রেলিয়াভিত্তিক সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ওই এলাকার ছয়টি গ্রামের স্থানীয় রাখাইন, মুসলিম, ম্রো ও হিন্দু জনগোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলেন।