‘মিয়ানমার থেকে চীনে পালিয়েছে ১৫ হাজার মানুষ’

‘মিয়ানমার থেকে চীনে পালিয়েছে ১৫ হাজার মানুষ’

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

মিয়ানমারে সেনাবাহিনী ও জাতিগত সংঘাতের কারণে গত মাসেই সীমান্ত পাড়ি দিয়ে অন্তত ১৫ হাজার মানুষ চীনে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারে জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স ওচা’র ইমেইলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২০ নভেম্বর চীনের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী, সেনা চৌকি ও পুলিশ চৌকিতে হামলার পর উত্তেজনা শুরু হয়। লড়াই থেকে বাঁচতে ওইসব অঞ্চলের অসংখ্য বাসিন্দা এলাকা ত্যাগ করে চীনের দিকে যেতে শুরু করেন।

মানবিক কারণে চীনও সীমান্ত পেরিয়ে চলে যাওয়া এসব লোকদের আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। এই সংঘাতের কারণেই গত নভেম্বর মাস থেকে মিয়ানমারের শান রাজ্যের উত্তরাঞ্চলীয় অংশের ১৫ হাজার মানুষ নতুন করে শরণার্থী হয়েছে এবং আরও ২৪শ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শান রাজ্যে গত মাসে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্তত ১৭০ বার সংঘর্ষ হয়েছে। অন্যদিকে রাখাইন রাজ্যের পরিস্থিতিরও কোনও সুরাহা হয়নি। সেখান থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা।