মিয়ানমার-জাতিসংঘ চুক্তির খসড়া ফাঁস, রোহিঙ্গাদের নাগরিকত্ব উপেক্ষিত

মিয়ানমার-জাতিসংঘ চুক্তির খসড়া ফাঁস, রোহিঙ্গাদের নাগরিকত্ব উপেক্ষিত

শেয়ার করুন

রোহিঙ্গা
বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের প্রশ্নে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত গোপন সমঝোতা চুক্তির খসড়া ফাঁস হয়ে গেছে।

মিয়ানমার ও জাতিসংঘের মধ্যকার সমঝোতা স্মারকটির অনুলিপি পর্যালোচনার পর বার্তা সংস্থা রয়টার্স জানায়, সই হওয়া গোপন চুক্তিতে দেশটিতে ফেরত যাওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব ও জাতিগত স্বীকৃতি স্বীকৃতি দেয়ার কোন নিশ্চয়তা নেই। তবে জাতিসংঘ তাদের প্রাতিষ্ঠানিক নীতির আওতায় গোপনীয় বিষয় ফাঁস হওয়ার পর তা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত বছর নিরাপত্তা চৌকিতে হামলার পর মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে সহিংসতা চালালে বাংলাদেশ পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপে এসব রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠাতে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হয়নি। এমন বাস্তবতায়, আন্তর্জাতিক চাপের মুখে গত মে মাসের শেষ নাগাদ রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার ও জাতিসংঘের মধ্যে স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারক।