মিয়ানমার জলসীমায় ‘ভুতুড়ে জাহাজ’

মিয়ানমার জলসীমায় ‘ভুতুড়ে জাহাজ’

শেয়ার করুন

_103253162_f8c9a7aa-d8bd-4b77-a48c-06121543cf38বিশ্বসংবাদ ডেস্ক :

মানুষ নেই, জন নেই। নেই কোনো চালকও। এমনই একটি রহস্যময় জাহাজ গিয়ে ভিড়েছে মিয়ানমারের সমুদ্র উপকূলে। স্থানীয় জেলেরা এর নাম দিয়েছে ‘ভুতুড়ে জাহাজ’।

গত সপ্তাহের প্রথম দিকে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের উপকূলের দিকে ভাসতে ভাসতে এগিয়ে যায় জাহাজটি। এক পর্যায়ে চড়ে আটকে যায় এটি। স্থানীয় লোকজন জাহাজের কাছে গিয়ে, কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। পরে পুলিশকে খবর দেয় তারা।

বিষয়টি নিয়ে মিয়ানমার নৌ-বাহিনী এরই মধ্যে তদন্ত শুরু করেছে। ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের জাহাজটি একটি পরিত্যক্ত পণ্যবাহী জাহাজ। ইয়াঙ্গুন পুলিশ ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে কোনো নাবিক কিংবা পণ্য ছিল না। এতে ইন্দোনেশিয়ার পতাকা রয়েছে।

৫৮০ ফুটের বেশি জাহাজটি এখনো চালু রয়েছে বলে জানানো হয়। এর আগে ২০০৯ সালে তাইওয়ান উপকূলে জাহাজটি সবশেষ দেখা গিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল জাহাজটি।