মিয়ানমারে সহিংসতায় মারা গেছে ৬৭০০ রোহিঙ্গা: এমএসএফ

মিয়ানমারে সহিংসতায় মারা গেছে ৬৭০০ রোহিঙ্গা: এমএসএফ

শেয়ার করুন

524bbeef095249969c34cf40f97da006_18বিশ্বসংবাদ ডেস্ক :

গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় ৬ হাজার ৭শ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ।

এক জরিপে এমন তথ্য তুলে ধরেছে মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস নামের এই সেবা সংস্থাটি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়েছে।

সংস্থাটি জানায়, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত ‘ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত’ এটি। এমএসএফের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬ হাজার ৭’শ রোহিঙ্গার মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে ৫ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭শ ৩০ জন। ৬৯ শতাংশ মৃত্যু ঘটেছে গুলিতে। ৯ শতাংশ রোহিঙ্গা মারা গেছেন আগুনে পুড়ে। আর পিটিয়ে মারা হয়েছে ৫ শতাংশ রোহিঙ্গাকে। তবে নিহতের সংখ্যা ৪শ এবং এদের বেশিরভাগই আরাকান সন্ত্রাসী বলে দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী।

এদিকে, আগস্ট থেকে ৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সেবা সংস্থা এসএমএফ।