মিয়ানমারের ৫ জেনারেলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

মিয়ানমারের ৫ জেনারেলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

শেয়ার করুন

10178768-3x2-340x227বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের সেনাবাহিনীর ৫ জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। অং কিয়া জাও, মঙ মঙ সই, অঙ অঙ, থান ওও, খিন মঙ সই এই ৫ সেনা কর্মকর্তার উপর শুধু নিষেধাজ্ঞা নয়, তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সফরেও বিধি-নিষেধ জারি করেছে দেশটি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর এই ক্ষমতাধর কর্মকর্তাদের তত্বাবধানে রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন লেফটেনেন্ট জেনারেল আছেন যিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যন্ত নৃশংস একটি বিশেষ অপারেশন পরিচালিত করার অভিযোগ রয়েছে।

গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা।