মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বাধ্য করা হয় পোপকে

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বাধ্য করা হয় পোপকে

শেয়ার করুন

_98965795_mediaitem98965792বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তা সিনিয়র জেনারেল মিন অং লাইং এর  সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকান মুখপত্র ক্রাক্স নিউজের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী,  মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো’র নির্দেশনা মেনেই তিনি শীর্ষ সামরিক নেত্বত্বের সঙ্গে সোমবারের আকস্মিক সেই ১৫ মিনিটের অনির্ধারিত বৈঠকে মিলিত হন।

ভ্যাটিক্যান প্রতিবেদক তার প্রতিবেদনে বলেছেন, ১১ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে পোপের বিশ্রাম করার কথা ছিল বলেই ওইদিন কোনও আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। তবে কার্ডিনাল চার্লস মং বো পোপকে শীর্ষ সেনাকর্মকর্তা মিন অং লাইং এর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে জানতে চাইলে মিয়ানমারের কার্ডিয়াল পোপকে বৈঠকের তাগিদ দেওয়ার কথা স্বীকার করেন।

ভ্যাটিক্যান প্রতিবেদককে তিনি জানান, পোপ এই অনুরোধ না মানলে মিয়ানমারের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নিপীড়নের আশংকা ছিল বলে ভ্যাটিক্যান প্রতিবেদককে জানিয়েছেন মিয়ানমারের কার্ডিনাল।