মিয়ানমারের রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে বিচারের রায় সোমবার

মিয়ানমারের রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে বিচারের রায় সোমবার

শেয়ার করুন

3859বিশ্বসংবাদ ডেস্ক :

রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগে কারাগারে থাকা রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে সোমবার বিচারের রায় ঘোষণা করবে মিয়ানমারের আদালত।

অপরিপক্ক গণতন্ত্ররের দেশটিতে এই মামলাটিকে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একটা পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওয়া লোন এবং কিয়াউ সোয়ি ওউ নামের ওই দুই সাংবাদিক দোষী কীনা তা নির্ধারণে ইয়াঙ্গুনের আদালতে গত জানুয়ারি থেকে শুনানী চলছে। ওই মামলায় দোষী সাবস্ত্ হলে তাদের সুর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ডে দন্ডিত হতে পারেন।

আগস্টের ২৭ তারিখে আদালতের এক কর্মকর্তা জানান, মামলাটির দেখভাল করা একজন বিচারক অসুস্থ থাকায় মামলাটির রায় ঘোষণা এক সপ্তাহ পেছানো হয়।উভয় পক্ষের শুনানী শেষে মামলাটির রায়ের দিন ঘোষণা করেন।

মামলার শুনানীতে ওই দুই সাংবাদিকের আইনজীবী বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে পুলিশের ফাদে আটকা পড়েন।