মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের ঘোষণা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের ঘোষণা

শেয়ার করুন

14680608_554139231462436_8238484686797391870_n

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয়, মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাং তুন এক বিবৃতিতে জানিয়েছেন, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সেনা অভিযান শেষ করা হয়েছে। তবে এখনো ওই রাজ্যে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।

গত বছরের ৯ অক্টোবর রাখাইন সীমান্তে একাধিক পুলিশ ফাঁড়িতে হামলা হয়। এসব ঘটনায় পুলিশের ৯ সদস্যসহ ১৪ জন নিহত হয়। এরপর রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নিপীড়ন শুরু করে সেনাবাহিনী।

চারমাসের অভিযানে সেনাবাহিনীর বিরুদ্ধে  ধরপাকড়, হত্যা, নির্যাতন, গণধষর্ণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। জাতিসংঘ বলেছে, মিয়ানমার সেনাবাহিনী অনেকক্ষেত্রে মানবতার বিরুদ্ধে অপরাধ  করেছে।  নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে। হামলা বন্ধে ব্যবস্থা নিতে না পারায় সমালোচনার মুখে পড়েন অং সান সুচি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাখাইনে পীড়নের মুখে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।