মিশিগান রাজ্যে ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মিশিগান রাজ্যে ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

গত বছর মিশোগান রাজ্যের একটি খামারবাড়িতে অভিযান চালানোর সময় মেক্সিকোর ফেডারেল পুলিশ ২২ জনকে হত্যা করেছে।

federal-police-mexicoবিতর্কিত ওই ঘটনার তদন্ত শেষে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া ওইসময় অন্তত ২ ব্যক্তির ওপর নির্যাতন চালানো হয়েছিল এবং বেশ কয়েকটি মরদেহ সরিয়ে ফেলা হয়েছিল।

ফেডারেল পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। মেক্সিকোর মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ওই অভিযানে নিহতদের ৪০ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন আগুনে পুড়ে মারা যান এবং আরেকজন পালাতে গিয়ে মারা যান।

২০১৫ সালের মে মাসে তানহুয়াতো শহরের একটি খামারবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। সেসময় সংঘর্ষে মাদক পাচারকারী গোষ্ঠীর সর্বমোট ৪২ জন সন্দেহভাজন সদস্য নিহত হয়।