মিশর ও জর্ডানে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মিশর ও জর্ডানে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দুটি দেশ মিশর ও জর্ডানে ভ্রমণের সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকির বিষয়ে সজাগ থাকতে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

দেশদুটিতে ঘটে যাওয়া সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার উল্লেখ করে শুক্রবার এবিষয়ে আলাদা ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে মিশরের বিষয়ে বলা হয়, লুক্সর ও আসোয়ানের মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকলেও, দেশটির অন্য যে কোনো জায়গায় সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে।

মিশরের শারম আল শেখের সমুদ্রতটের অবকাশ কেন্দ্র ছাড়া সিনাই উপদ্বীপের অন্যান্য এলাকা মার্কিন নাগরিকদের এড়িয়ে চলা উচিত বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো জর্ডানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন শঙ্কার কথা উল্লেখ করে জর্ডানে নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। গত সপ্তাহে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকে জঙ্গিদের দুটি হামলায় বেশ কয়েক জন নিহত হয়।