মিশরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৫৩ নিরাপত্তা সদস্য নিহত

মিশরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৫৩ নিরাপত্তা সদস্য নিহত

শেয়ার করুন

4105291405বিশ্বসংবাদ ডেস্ক :

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫৩ জন সদস্য নিহত হয়েছেন। রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরূদ্যানের কাছে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হন।

হাসম নামের একটি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা ওই হামলা চালায় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। পাল্টা হামলায় হাসমের ১৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের একটি গোপন আস্তানার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর ওই দলটি। কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই জঙ্গিরা তাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় ও রকেট চালিত গ্রেনেড নিয়ে হামলা চালায়।

ওই এলাকাটিতে টেলিযোগাযোগ সিগন্যাল না থাকার কারণে তাদের দলের কমান্ডিং অফিসার অতিরিক্ত বাহিনী পাঠানোর অনুরোধ জানাতে ব্যর্থ হন। এতে পরিস্থিতি নাজুক হয়ে ওঠে । হাসমকে মুসলিম ব্রাদারহুডের সশস্ত্র শাখা ওই অভিযোগ অস্বীকার করেছে।