মিয়ানমারে বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাব দিল শেভরন

মিয়ানমারে বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাব দিল শেভরন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারে ব্যবসায়িক বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনের বিরুদ্ধে সমালোচনার জবাব দিয়েছে কোম্পানিটি।

মিয়ানমারে মার্কিন তেল কোম্পানি শেভরনের শত শত কোটি ডলার বিনিয়োগ রয়েছে। গত আগস্ট মাস থেকে দেশটিতে চলমান সহিংসতা থেকে বাঁচতে অন্তত ৬ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কয়েক বছর ধরে অন্য বিনিয়োগকারীদের চাপের মুখে শেভরন জানায়, তারা এমন একটি বিনিয়োগ পরিবেশের জন্য কাজ করতে চায় যেখানে মানবাধিকারের প্রতি সম্মান দেখানো হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে যে সংলাপ চলছে তার প্রতি সম্মান দেখাবে কোম্পানিটি। তারা আরো জানায়, মার্কিন বিনিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের এক শক্তিশালী হাতিয়ার।