মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার

শেয়ার করুন

malaysia-20180905223725বিশ্বসংবাদ ডেস্ক :

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন দফতর। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, মঙ্গলবার দেশটির নেগ্রি সেমবিলান রাজ্যের বান্ডার বারু নিলাই শহরে বিদেশি কর্মী সরবরাহ করে এমন একটি প্রতিষ্ঠানের ডরমিটরি থেকে তাদের উদ্ধার করা হয়।

এ সময় ৩শ ৭৭টি পাসপোর্টও উদ্ধার করা হয়। যাদের বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির স্বাক্ষরিত চুক্তির কপিসহ ৬১ ধরনের নথি জব্দ করা হয়। এরইমধ্যে প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরস-এর দুই সদস্যকেও আটক করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে পত্রিকাটি এক প্রতিবেদনে জানায়, ভাগ্যবিড়ম্বনার শিকার এই ব্যক্তিরা মানব পাচারের শিকার। এমনকি তাদের অনেককেই কয়েকমাস কোনও বেতন দেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।