মালয়েশিয়ায় আইএস সন্দেহে দুই বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় আইএস সন্দেহে দুই বাংলাদেশি আটক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মালয়েশিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার ‘নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকা’র প্রতিবেদনে সোমবার এই তথ্য জানায়।

রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ প্রদেশে ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানানো হয়, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজন বাংলাদেশি ছাড়া বাকি একজন ফিলিপাইনের ও আরেকজন মালয়েশিয়ার নাগরিক।

ই দুজনকে ১৩ জানুয়ারি সাবাহ প্রদেশ থেকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি দুজনের বয়স ২৭-২৮ বছর। তাঁরা বিক্রয়কর্মী হিসেবে মালয়েশিয়ায় কাজ করছিলেন।

দেশটির পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, এ অভিযানের মধ্য দিয়ে আইএসের একটি নতুন সেল ভেঙে দেওয়া হয়েছে।