মালালাকে সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব প্রদান

মালালাকে সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব প্রদান

শেয়ার করুন

britain-nobel-peaceবিশ্বসংবাদ ডেস্ক :

মালালা ইউসুফজাইকে ‘অনারারি’ বা সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব প্রদান করছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার পার্লামেন্টে সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে উচ্চারিত হতে যাচ্ছে মালালার নাম। সেই সঙ্গে ষষ্ঠতম সদস্য হিসেবে দেশটির এই বিরল সম্মাননা পেতে যাচ্ছেন পাকিস্তানে নারী শিক্ষা নিয়ে কাজ করা এই ১৯ বছরের কিশোরী।

দেশটিতে মালালার সফরের প্রাক্কালে ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। এছাড়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, জীবনের হুমকীদাতাদের বিরুদ্ধে মালালা ইউসুফজাই এর প্রতিক্রিয়া ও নারী শিক্ষার প্রচারণায় তিনি সমগ্র বিশ্বের অগুনিত মানুষকে যেভাবে অনুপ্রাণিত করছেন, তার এই গল্প সংকল্প ও মর্যাদার প্রতীক এবং তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে পেরে কানাডা খুবই গর্বিত।

কানাডার পার্লামেন্টে সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে যোগ দিতে এবং ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে মুখিয়ে আছেন বলেও অনুভূতি ব্যক্ত করেন ট্রুডো।