মার্কিন সেনা ও যুদ্ধাস্ত্র প্রস্তুত, ভুল হলেই হামলা

মার্কিন সেনা ও যুদ্ধাস্ত্র প্রস্তুত, ভুল হলেই হামলা

শেয়ার করুন

_97305489_trumpgolfবিশ্বসংবাদ ডেস্ক :

যুদ্ধাবস্থার প্রায় চূড়ান্ত অবস্থা বিরাজ করছে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে। সবশেষ টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া ভুল সিদ্ধান্ত নিলেই হামলা চালানো হবে। সেজন্য মার্কিন সামরিক বাহিনী ও যুদ্ধাস্ত্র প্রস্তুত রয়েছে।

টুইটে ট্রাম্প লিখেছেন, ইউএস লকড অ্যান্ড লোডেড অন নর্থ কোরিয়া। এটি একটি সামরিক গালি, যা দিয়ে যুদ্ধাবস্থার সবশেষ প্রস্তুতি বোঝানো হয়। ট্রাম্প বলেন, সামরিক পথে উত্তর কোরিয়াকে মোকাবেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সামান্য ভুল করলেই হামলা করা হবে। তবে আশা করছি বিকল্প পথ খুঁজবেন কিম জং উন।

তবে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দাবি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতিসংঘ দূত নিক্কি হ্যালির তত্ত্বাবধানে কূটনৈতিক পথেই সংকট নিরসনের চেষ্টা চলছে। ওই প্রচেষ্টা ইতিবাচক পথে এগোচ্ছে। সম্প্রতি দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবে সম্মত হয় নিরাপত্তা পরিষদ।

আর এ কারণে দেশটির ৩ বিলিয়ন বার্ষিক রপ্তানির এক তৃতীয়াংশ কমে যাবে। এ নিয়েই শুরু হয় হামলা পাল্টা হামলার হুমকি।