মার্কিন ছাত্র অটো ওয়ার্মবিয়েরারের ময়না তদন্ত চায় না পরিবার

মার্কিন ছাত্র অটো ওয়ার্মবিয়েরারের ময়না তদন্ত চায় না পরিবার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ায় সাজা মাথায় নিয়ে ফেরা মার্কিন ছাত্র অটো ওয়ার্মবিয়েরারের ময়না তদন্ত হবে না। মার্কিন কর্তৃপক্ষ জানায়, অটোর পরিবার থেকেই ময়না তদন্ত না করার কথা বলা হয়েছে।

উত্তর কোরিয়াতে ১৫ মাস কারাগারে ছিলেন ওয়ার্মবিয়ের। এর মধ্যে এক বছরই তিনি কোমায় ছিলেন। গত মঙ্গলবার সেই অবস্থাতেই তাকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়। এরপর এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয় তার।

অটোর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উত্তর কোরিয়াতে নির্যাতনের শিকার হয়ে তিনি মারা গেছেন। ২২ বছরের অটো উত্তর কোরিয়াতে গিয়েছিলেন অবকাশ যাপনে। সেখানে হোটেলের একটি সাইনবোর্ড চুরি করার অপরাধে তাকে ১৫ বছরের সাজা হয়। এর মধ্যেই অটো কোমায় চলে যান। কিন্তু অটোর কোমায় থাকার বিষয়টি তার পরিবারের কাছেও গোপন রাখা হয়েছিলো।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বচিউলিজম নামের এক অসুখে তার এই অবস্থা হয়েছে। কিন্তু দেশে ফেরার পর চিকিৎসকরা জানায় অটোর মাথায় আঘাতের চিহ্ন ছিলো।