মার্কিন চাপে অতিরিক্ত তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

মার্কিন চাপে অতিরিক্ত তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

শেয়ার করুন

ea7143f6f4db42e0ac97f7fd849567e8_18
বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোদে এখন থেকে তা আরও বেশি পরিমাণে উত্তোলন করবে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।

প্রতিদিন অতিরিক্ত ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা সৌদি আরবের আছে বলেও জানিয়েছেন বাদশাহ সালমান বিন আজিজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপের সময় ট্রাম্পের অনুরোধে সৌদি বাদশাহ প্রয়োজনে তেল উৎপাদন বাড়ানোর এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বিবৃতির আগেই শনিবার এক টুইটে ট্রাম্প বলেছিলেন, সৌদি আরবকে তেল উৎপাদনের পরিমাণ বাড়াতেই হবে। বিশ্বের দ্বিতীয় তেল উৎপাদনকারী দেশ ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শিগগিরই তেল রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে বিশ্বে তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ সমস্যা উতরানোর জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি বাদশাহকে অনেকটা চাপ প্রয়োগ করে তেলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন।