মহড়ার ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চাইলেন ন্যাটো ও নরওয়ে

মহড়ার ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চাইলেন ন্যাটো ও নরওয়ে

শেয়ার করুন

1920বিশ্বসংবাদ ডেস্ক :

ন্যাটোর যৌথ মহড়ায় তুরস্কের প্রেসিডেন্ট রেসব তাইয়্যেব এরদোয়ান এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতার্তুক’কে শত্রু হিসেবে উল্লেখ করার জন্য তুরস্কের কাছে ক্ষমা চেয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টেলটোনবার্গ ও নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ফ্রান্ক বেকে জেনসেন।

ওই ঘটনা একজনের ব্যক্তিগত ভুলের পরিণাম এবং এটা ন্যাটোর মতামতের প্রতিফলন নয় বলে মন্তব্য করেন ন্যাটো মহাসচিব। ইতোমধ্যে ওই ব্যক্তিকে মহড়া সংক্রান্ত কার্যক্রম থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

স্টেলটোনবার্গ বলেন, তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সহযোগী এবং সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থায়ও দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যে ব্যক্তি তুর্কিকে তিরস্কার মুলক ওই কথা বলেছেন তিনি নরওয়ের একজন বেসামরিক ঠিকাদার। তাই নরওয়ে কর্তৃপক্ষকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে শুক্রবারের এ ঘটনায় তুর্কি সেনাদের অবিলম্বে ওই মহড়া থেকে ফিরে আসার নির্দেশ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেসবব তাইয়্যেব এরদোয়ান। তার নির্দেশ অনুযায়ী মহড়ায় অংশ নেয়া ৪০ তুর্কি সেনা দেশে ফিরে আসেন।