মহারাষ্ট্রের পর ঝাড়খন্ডেও সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি

মহারাষ্ট্রের পর ঝাড়খন্ডেও সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি

শেয়ার করুন

_110283277_afp
বিশ্বসংবাদ ডেস্ক :

এবার বিধানসভা নির্বাচনে ঝাড়খন্ড হাতছাড়া হলো ক্ষমতাসীন বিজেপির।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সামলে রাখতে পারল না মোদি-অমিত শাহরা। ৩২ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঠিকই। তবে সরকার গঠনের জন্য যথেষ্ঠ নয়। ঝাড়খন্ডের ৮১টি আসনের মধ্যে কংগ্রেস, ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় জনতা দল-আরজেডি যৌথভাবে পেয়েছে ৩৯টি আসন। বাকিগুলো পেয়েছে অন্যান্য ছোটদল।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪১ আসন। অর্থাৎ ঝাড়খন্ডে এবার বিজেপির আধিপত্য খর্ব হলো। ভোট গণনার শুরু থেকেই বিজেপি বিরোধী উল্লাস করতে থাকেন কংগ্রেসের নেতাকর্মীরা। দিনশেষেও তা বজায় থেকেছে। ধারণা করা হচ্ছে: নাগরিকত্ব আইনের জবাব পেয়েছে বিজেপি। এর আগে, শিবসেনা জোট ছাড়ার পর মহারাষ্ট্রও হাতছাড়া হয়েছে ক্ষমতাসীনদের।