ভূমিকম্পে বিধ্বস্ত একটি গির্জা থেকে ৩৪ ছাত্রের মৃতদেহ উদ্ধার

ভূমিকম্পে বিধ্বস্ত একটি গির্জা থেকে ৩৪ ছাত্রের মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

3000বিশ্বসংবাদ ডেস্ক :

ইন্দোনেশিয়ার সুলবেসি দ্বীপে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গির্জা থেকে ৩৪ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গির্জাটি ভূমিধসে চাপা পড়েছিলো।

ইন্দোনেশিয়ার রেডক্রসের নারী মুখপাত্র আউলিয়া আরিয়ানিজানান, ভূমিকম্পের পর সিজি বিরোমারু জেলার জোনুজ চার্চ ট্রেনিং সেন্টারের একটি বাইবেল প্রশিক্ষণ শিবিরের ৮৬ শিক্ষার্থী নিখোঁজ ছিল। উদ্ধারকর্মীরা অক্লান্ত পরিশ্রমের পর লাশগুলোর কাছে পৌঁছাতে সক্ষম হয়। কাদা মোড়া পথে দেড় ঘণ্টারও বেশি সময় পায়ে হেঁটে লাশগুলো বহন করে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামিতে সেন্ট্রাল সুলাবেসি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এই প্রাকৃতিক দুর্যোগের আঘাতে এ পর্যন্ত অন্তত ১২৩৪ জন প্রাণ হারিয়েছে। পালু নগরীর সমুদ্র তীরবর্তী স্থানে একটি বড় ধরনের সুনামির তোড়ে ভবন, গাছপালা, গাড়িসহ সামনে যা কিছু পড়েছে সবই ভেসে চলে গেছে।