ভূমধ্যসাগর থেকে সিরিয়ায় রাশিয়ার ক্রুজ হামলা

ভূমধ্যসাগর থেকে সিরিয়ায় রাশিয়ার ক্রুজ হামলা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

প্রথমবারের মতো ভূমধ্যসাগরে অবস্থান নেয়া যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার আলেপ্পোর পার্শ্ববর্তী এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের বিমানঘাঁটি থেকে রাশিয়ার বিমান হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার সিরীয়-অভিযানে নতুন মাত্রা যোগ করলো।

ভূমধ্যসাগরে থাকা যুদ্ধজাহাজ থেকে এবারই প্রথম সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এর আগে কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া।

Still image shows Russian warship firing cruise missiles at Syrian targets

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গি সংগঠন জাবাথ ফাতেহ আল-শাম এর অবস্থান লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই জঙ্গি সংগঠনটি এর আগে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।

গত মাসে  আল-কায়েদার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক চ্ছিন্ন করে তারা। গত মঙ্গলবার থেকে  ইরানের হামেদান বিমানঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।