উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানের উপদেষ্টাদের ফোনালাপ

উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানের উপদেষ্টাদের ফোনালাপ

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারত-পাকিস্তানের চলমান সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টেলিফোনে কথা বলেছেন।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে সংবাদভিত্তিক চ্যানেল এএনআই। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়া চলমান পরিস্থিতি উত্তরণে টেলিফোনে কথা বলেছেন।

সারতাজ আজিজ জানান, শিগগিরই দু দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এবং এ বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর আশা ব্যক্ত করেছেন তিনি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলায় ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েন শুরু হয়। পরস্পরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে থাকে দুদেশ। সম্প্রতি, আন্তর্জাতিক মহলের পরামর্শে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে এসেছে ভারত।