ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলিবিনিময়, ৫ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলিবিনিময়, ৫ সেনা নিহত

শেয়ার করুন

Kashmir

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতনিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ে এক সেনা কর্মকর্তাসহ পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার পুঞ্চ জেলায় এ বন্দুকযুদ্ধ হয়। ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির খবরে বলা হয়, গুলি বিনিময়ের সময় স্থানীয় একজন বাসিন্দাও গুরুতর আহত হয়েছেন। সকাল ৯টা পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলে। আগাম খবরের ভিত্তিতে সোমবার ভোরে সুরানকোট এলাকায় তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি টের পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। অভিযানের একপর্যায়ে দু-পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়ে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানান, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, ওই এলাকায় একটি জঙ্গলে সন্ত্রাসীদের একটি দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গিয়েছিল। ওই সব সন্ত্রাসী কয়েক দিন আগে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে ওই এলাকায় অনুপ্রবেশ করে।