ভারত ও হিন্দু সম্প্রদায়ের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে : ট্রাম্প

ভারত ও হিন্দু সম্প্রদায়ের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে : ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে, ভারত ও যুক্তরাষ্ট্র হবে পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু। নিউ জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের এক সমাবেশে শনিবার এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ওই সমাবেশে ট্রাম্প আরও বলেন, ভারত ও হিন্দু সম্প্রদায়ের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তাঁর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারেও ট্রাম্প বলেছেন, তার বহু হিন্দু বন্ধু রয়েছেন; যারা ভালো মানুষ এবং ভালো উদ্যোক্তা।

নিউ হ্যাম্পশায়ারে অন্য এক সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, তাঁদের সবশেষ মুখোমুখি বিতর্কের আগে তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন মাদকদ্রব্য গ্রহণ করেছেন। তাই পরবর্তী বিতর্কের আগে, তাঁদের দুজনের ড্রাগ পরীক্ষার প্রস্তাব দেন ট্রাম্প। অন্যদিকে হিলারি শিবির থেকে বলা হয়েছে, উপায় না দেখে নির্বাচনকে হেয় করার চেষ্টা করছেন ট্রাম্প।