ভারতে ৫০ ঘন্টার বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

ভারতে ৫০ ঘন্টার বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

শেয়ার করুন
ইডিআই বিল্ডিং কমপ্লেক্স: এই সাত তলা বিল্ডিংয়ে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে
ইডিআই বিল্ডিং কমপ্লেক্স: এই সাত তলা বিল্ডিংয়ে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে

বিশ্ব সংবাদ ডেস্ক:

ভারত শাসিত কাশ্মীরের পাম্পোরে তিনদিন ধরে চলা সংঘর্ষে ২ জঙ্গি মারা গেছেন বলে দাবী করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

প্রায় ৫০ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের পর ওই ভবনটিতে নিরাপত্তা বাহিনী প্রবেশ করেছে। এই সংঘর্ষে একজন সেনাসদস্যও আহত হয়েছেন। জম্মু-কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে পাম্পোরের একটি সরকারী শিক্ষা কেন্দ্রে ওই সশস্ত্র জঙ্গিরা ঢুকে পরে সোমবার ভোরে।

কেন্দ্রীয় আধা-সামরিক আর সেনাবাহিনীর বিশেষ বাহিনী সাত তলা ওই ভবন তখনই ঘিরে ফেলেছিল। পঞ্চাশটিরও বেশি রকেট, প্রচুর গ্রেনেড আর মেশিনগানের গুলি চালাতে হয়েছে সেনাবাহিনীকে। পুলিশ জানিয়েছে, ভবনের ভেতরে ঢুকে প্রতিটি ঘর খুঁজে দেখা হচ্ছে।