ভারতে হিরা ব্যবসায়ী নীরব মোদির ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট

ভারতে হিরা ব্যবসায়ী নীরব মোদির ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট

শেয়ার করুন

nirav-modi-indi
বিশ্বসংবাদ ডেস্ক :

ব্যাংক জালিয়াতির অভিযোগে ভারত থেকে পলাতক নীরব মোদির ভাই নেহাল দীপক মোদির বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল। এখন যে কোনও দেশেই তার খোঁজ চালানো যাবে। প্রয়োজনে তাকে গ্রেফতারও করা যাবে।

এর আগে, ইন্টারপোলের কাছে নেহাল মোদিকে সনাক্তকরণ ও গ্রেফতার বিষয়ে অনুরোধ জানায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নেহাল এখন বেলজিয়ামের নাগরিক।

বর্তমানে তিনি নিউইয়র্ক সিটিতে থাকেন। নিরব মোদির ফ্ল্যাগশিপ ফার্ম ফায়ারস্টার ডায়মন্ডের ডিরেক্টর ছিলেন নেহাল মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতির ঘটনা প্রকাশের কয়েক সপ্তাহ আগে, গত বছরের জানুয়ারিতে সপরিবারে ভারত ছাড়ে পলাতক কোটিপতি নীরব মোদি ও তার ভাই নেহাল মোদি। সম্পত্তি কেনার জন্য ইথাকা ট্রাস্ট গঠণে ওই ব্যাংক থেকে জালিয়াতির করে অর্থ নেন নীরব মোদি। এতে তার ভাই নেহালও জড়িত ছিল। অর্থ পাচার ও প্রমাণ নষ্ট করতে সহায়তা করেছিল নেহাল মোদি। ভারত ছাড়ার পর যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছিল নীরব মোদি ও তার পরিবার।