ভারতের উত্তর প্রদেশে বর্ষণজনিত দুর্যোগে ৫৮ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বর্ষণজনিত দুর্যোগে ৫৮ জনের মৃত্যু

শেয়ার করুন

10047330-3x2-700x467বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট দুর্যোগে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরো ৫৩ জন। সবচেয়ে বেশি লোক মারা গেছে প্রদেশের শাহারানপুরে।

এরই মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে দেয়ার ঘোষণা দেন তিনি। অতি বৃষ্টিতে উত্তর প্রদেশের অনেক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌ যাওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতের বৃষ্টিতে শহরের অনেক জায়গা ডুবে যাওয়ায় সফর বাতিল করেন তিনি। তবে দূর্গত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।